তুমিহীন আমি
তুমিহীন প্রতিটি মুহুর্ত আমার
ব্যর্থ স্বপ্নের মত,
সহস্র যন্ত্রণা করছে আঘাত
দানা বাঁধছে কষ্ট যত।
তুমিহীন আমিতে
নেই কোন স্বর্গ সুখ,
চাতকের মত চেয়ে থাকি
থাকি উন্মুখ।
তুমিহীন শূন্য ঘরে
কষ্টের দীর্ঘ শ্বাস,
প্রেমের পুজারী হয়ে রব
দিলাম আশ্বাস।
তুমিহীন বাতাসে বসন্ত বিলাপ
আকাশ বাতাসে তোমার আলাপ।
তুমিহীন আমিতে
নেই কোন প্রাণ,
পাঁপড়ি হীন ফুল যার
নেই কোন ঘ্রাণ।
তুমিহীন প্রতিটি মুহুর্ত আমার
ব্যর্থ স্বপ্নের মত,
সহস্র যন্ত্রণা করছে আঘাত
দানা বাঁধছে কষ্ট যত।
তুমিহীন আমিতে
নেই কোন স্বর্গ সুখ,
চাতকের মত চেয়ে থাকি
থাকি উন্মুখ।
তুমিহীন শূন্য ঘরে
কষ্টের দীর্ঘ শ্বাস,
প্রেমের পুজারী হয়ে রব
দিলাম আশ্বাস।
তুমিহীন বাতাসে বসন্ত বিলাপ
আকাশ বাতাসে তোমার আলাপ।
তুমিহীন আমিতে
নেই কোন প্রাণ,
পাঁপড়ি হীন ফুল যার
নেই কোন ঘ্রাণ।
No comments:
Post a Comment