Saturday, June 27, 2015

অতুলনীয় By Md. Mosharraf Hosain

অতুলনীয়


বিজ্ঞানের মহাবিজ্ঞানী তুমি,
জ্ঞানীর মহাজ্ঞানী তুমি,
নভঃমন্ডলের তুমি মহাচারী
মরুর বুকের তুমি শশী।
গিয়েছ তুমি খোদার সান্নিধ্যে
নিয়ে এসেছো পবিত্র কালাম ধরাতে,
আইয়্যামে জাহেলিয়ায় ছিল যত কালো
তোমার আর্বিভাবে সবদুর হলো।
দুঃখের মাঝে ছিলে,সুখ পাওনি
নিরত্যাচারে দ্বীন প্রচার করতে পার নি,
তুমি উড়িয়ে ছিলে ইসলামের ঝান্ডা
যোগ দিল দলে দলে গোনাহগার বান্দা।
জগতে যারা ছিল সত্যিই অমানুষ
তারাই ব’নে গেল সোনার মানুষ,
মূর্তির বদলে তারা করিল নামাজ কায়েম
ঈমানের জোরে খেদালো জালেম।

No comments:

Post a Comment