Monday, June 29, 2015

Kee Jaduta Badla_কি যাদুতে বাঁধলে By Md. Mosharraf Hosain

কি যাদুতে বাঁধলে



কে তুমি বলতো?
কেন বা আমার জীবনের
সাথে জড়ালে তোমার জীবন।
কেন মুক্ত বিহঙ্গের ডানা ছেটে দিলে
বেডি পরালে মোর পায়ে?
কয়েক দিন আগে ও তো
লাগতো না এমন একাকিত্ব
মনটা আনচান করতো না,
শরীরে শিরশির বাতাস বইতো না।
কি যাদুর বীণে আটকালে মোরে?
প্রতি মুহুর্তে তোমার
কন্ঠের অপেক্ষায় থাকি,
আঁখি দু’টি পথ পানে
উদাস পথিকের মত রাখি।
কখন তোমার সুরালিত কন্ঠ
গেয়ে উঠবে মান ভাঙানোর গান,
বুকের ভেতরটা হু হু করে ওঠে
জানি না কিভাবে হবে অবশান।
বাতাসের কাছে আকুতি জানাই
বল যেয়ে তার কানে,
ভালবাসার উত্তাল ঢেউ উঠেছে
মরি বুঝি আজ প্রাণে।
ওগো শেফালী; চাঁদ তারারা
কেন গো তোমরা মলিন?
আমার বুকের পাঁজর যে আজ
হলো ভেঙে বিলীন।
রক্তে আজ মিশে আছে
তোমার অনুরাগ,
বুক ফেটে যায় তোমায় ছাড়া
কল্পনায় নেই ফাঁক।
তোমায় ছাড়া আজকে আমার
এমন কেন হয়,
আজন্মকাল বুকের মাঝে
জড়িয়ে রেখো তায়।

No comments:

Post a Comment