কথা দাও
তুমি বিহীন শূন্য খাতা
শূন্য কলম কালি,
তোমায় বিহীন জীবন
আমার ষোল আনাই খালি।
তোমার জন্য জন্ম আমার
আমার জন্য তুমি,
পৃথিবীতে কেউ না মানুক
আমিই তা মানি।
শূন্য খাঁচা বিহঙ্গ ছাড়া
রাখে না কেউ ঘরে,
তোমায় বিহীন আমিও
তখন যাবই বুঝি মরে।
ঝিনুক ছাড়া মুক্তা কভু
মেলে না’ক ভবে,
কথা দাও সারা জীবন
সঙ্গি হয়ে রবে।
তুমি বিহীন শূন্য খাতা
শূন্য কলম কালি,
তোমায় বিহীন জীবন
আমার ষোল আনাই খালি।
তোমার জন্য জন্ম আমার
আমার জন্য তুমি,
পৃথিবীতে কেউ না মানুক
আমিই তা মানি।
শূন্য খাঁচা বিহঙ্গ ছাড়া
রাখে না কেউ ঘরে,
তোমায় বিহীন আমিও
তখন যাবই বুঝি মরে।
ঝিনুক ছাড়া মুক্তা কভু
মেলে না’ক ভবে,
কথা দাও সারা জীবন
সঙ্গি হয়ে রবে।
No comments:
Post a Comment