অগ্র পথিক
আলসে নীদ ভেঙে ফেল,নবীন পথিক চল,
তোদের দিকে তাকিয়ে আছে বঞ্চিতের দল।
আর অলসে বসে বসে তোরা থাকবি কি করে?
বিশ্বব্যাপি মানুষ সব মরছে হাহাকারে।
এগিয়ে চল জোর কদমে,বুকে নিয়ে বল,
ভবিষৎ গুনছে দিন করছে কোলাহল।
হে!নবীন পথিক,একটু খেয়াল কর,
নিখিল মানবের আত্মচিৎকার।
হে নবীন চল তুমি নির্ভীক,
তুমিই আগুয়ান অগ্র পথিক।
আলসে নীদ ভেঙে ফেল,নবীন পথিক চল,
তোদের দিকে তাকিয়ে আছে বঞ্চিতের দল।
আর অলসে বসে বসে তোরা থাকবি কি করে?
বিশ্বব্যাপি মানুষ সব মরছে হাহাকারে।
এগিয়ে চল জোর কদমে,বুকে নিয়ে বল,
ভবিষৎ গুনছে দিন করছে কোলাহল।
হে!নবীন পথিক,একটু খেয়াল কর,
নিখিল মানবের আত্মচিৎকার।
হে নবীন চল তুমি নির্ভীক,
তুমিই আগুয়ান অগ্র পথিক।
No comments:
Post a Comment