Goduli

মোঃ মোশাররফ হোসেন




সূর্যটা পশ্চিমাকাশে পড়েছে ঢোলে,
পুর্বগগনে অন্ধকার নেমে আসছে,
জরার্জীণ এ ধরণীর কোলে।
দিগন্ত থেকে পক্ষিকুল ফিরছে নীড়ে
রাখাল বালক ধেনুপাল নিয়ে,
গোহালে এসে ভীড়ে।
গ্রাম্যকিশোরী নদী থেকে ফেরে নিয়ে জল
উড়িয়া যাইতেছে পুবগগনে
বুনোহংস ও ডাহুক পকিষর দল।
কর্মঠ লোক সকল ফিরিতেছে নীড়ে
কাজ ফেলে কিছু খাবার নিয়ে কাঁধে,
দুর নদীতে মাঝি কিস্তি বাধে তীরে।
ধরণীর পরে নেমে এল গোধূলী সন্ধ্যা
গ্রাম্য বিবাদ থেমে,
নেমে এল গোধূলী আন্ধা।
অভিরাম রঙে রাঙিয়ে এল বসুমতি
মন চায় চলে যাই ওপথে,
যে পথ গতিতে চলেছে হীনপল্লীতে।

No comments:

Post a Comment