অভ্র ফন্টে-স্বার্থ



স্বার্থ
আজ যারে আপন  ভাব
সে তো আপন  নয়,
স্বার্থ ছাড়া কেউ কখনও
আপন  কভু হয়?
সেই তো আপন যে
কখনও চায় না প্রতিদান ,
স্বার্থ লাভে কত জনে
ছাড়বে মধুর গান
আজ যে তোমার টাকা আছে,
আছে দেহে বল,
যখন তোমার রবে না সব
ভাঙবে সকল দল।
-------মোঃ মোশাররফ হোসেন

No comments:

Post a Comment