আমার সাধ

আমার সাধ

আমি যদি পাখি হতাম,
দুর আকাশে ভেসে যেতাম,
কারো কাছে নাহি ধরা দিতাম,
দুর দেশী যাত্রী হতাম,
দুর দেশী ভাষা শিখি নিতাম,
আপন ভাষা শিক্ষা দিতাম।
আমি যদি হংস হতাম,
দুর নদীর সাতারু হতাম,
দুর সাগরের পাড়ে বসতাম,
সুস্বাদু খাবার খুঁজে খেতাম।
আমি যদি ভাই বিমান হতাম,
হাজারও মানুষ পেটে ভরতাম,
মেঘের সাথে মিতালী করতাম,
ভীন দেশে যেয়ে আমি নামতাম।
আমি যদি নৌকা হতাম,
দুর সমুদ্র পাড়ি দিতাম,
যদি আমি এসব হতে পারতাম
তবে জীবন ধন্য ভাবতাম।



                                                                        পড়ার জন্য ধন্যবাদ

No comments:

Post a Comment