Tomar Soya
মনের আকাশে ঝড় উঠেছে
ঝিরি ঝিরি বাতাসে বুকে কাঁপন;
জগতের বুকে তুমিই অপ্সরা
ষোড়শীনির মধুর যৌবন,
উত্তাল আমার হৃদয়।
বাঁধাহীন স্রোতর মত গর্জনে
ভেঙে চৌচীর দু’কুল।
তোমার উষ্ণ আবেশে,আমি
পাগল পারা;হার না মানা
অভিযাত্রী বেশে তোমার
যৌবন সুধা পানের আশায়।
সুউচ্চ গিরীশৃঙ্গের অভিযাত্রী
না হতে পারি,তোমার উষ্ণ
বুকের কোমল ছোঁয়া তো পাবো।
টলন আঁখি নাক তব
বাঁশরীর হাতের বাঁশি।
হাসি নয় যেন পাগলা ঘোড়া
ক্ষিপ্রগতির শিকারীর বিষাক্ত তীর।
বাহুদ্বয় স্বর্ণলতা,পর্বতসম
বন্ধুর উত্তাল বুক।
মনের অজান্তে যেন ডুবে যাই,
মধুকর হয়ে তোমার প্রসস্থ
বুকে ভালবাসার গভীরতা মেপে।
অদ্ভুদ সুখ আর না বলা কৌতুহল;
সব কামনায় হারাই দু’জনা
পাথারসম ভাল লাগায়।
তুমিতেই তোমার রহস্য খুঁজি
তুমিই কি সেই তুমি।
No comments:
Post a Comment