অপেক্ষমান অভ্র ফন্ট



অপেক্ষমাণ ...
তোমার স্মৃতি হঠাৎ
থামিয়ে দিল জীবনের গতি,
দিনে  দিনে  আর চলিল
ভাবনার চাকা।থামিয়া গেল।
সাঁঝ আকাশে কালো মেঘের আভা
কি জানি! হঠাৎ নামিবে বৃষ্টি,
নাকি ঝড় অথবা কোন মহাপ্রলয়?
ভেঙেছে শান্ত পাখির নীড়
উড়েছে বুনো হাঁস দল বেঁধে
আশ্রয়হীন হাজারও নতুন অতিথি।
চোখে মুখে তাদের নতুনের স্বপ্ন,
বাস্তবায়ন নাকি ধ্বংসের প্রতিক
বোঝার কোন উপায় নেই।
শেষ যে দেখা হয়েছিল
অসীম আসমানে তখন শুভ্র মেঘের ভেলা,
দুধে আলতা বদনখানিতে তব
কেটে ছিল ক্রোধের রেখাপাত
তখনও বুঝি আকাশে মেঘ ছিল
এখনও তাই;তাহলে কি
আবারও কোন প্রলয় না কি তোমার
মধুর মিলনে ক্ষত বিক্ষত সারা শরীর?
গতিশীল ধরার বুকে দাড়িয়ে
হয়তো কোন বিগ ব্যাঙের
নতুন বিশ্ব সৃষ্টির আশায়
কোন জাগতিক শক্তির অপেক্ষায়...?
--মোঃ মোশাররফ হোসেন

No comments:

Post a Comment