ঝিনুক
ঝিনুক,
এখনো কি বুকের ভেতর মুক্তা পোষ
মুক্তা! সে তো সুখেই থাকে
এখনো কি তাকে ভালবাস?
ঝিনুক,
এখনো কি স্বপ্নে দেখ মুক্তাকে
কিন্তু সে তো একবারও ভাবে না
সে তো সুখেই আছে রানী কন্যার রাজকপালে।
ঝিনুক,
তুমি কি ভাব না বুকের ভেতরেে
আগলে রাখা চির রাজ কন্যার রাজ কপালে।
ঝিনুক,
তুমি কি ভাব না বুকের ভেতরে
আগলে রাখা চির রাজ কন্যাকে?
যে কিনা মহাসুখে শাঁখারী-বেনের ঘরে।
ঝিনুক,
তোমার সুখের বুকে
রে’খ না মুক্তাটি কে
তবে না হায় অকালে হারাও প্রাণ।
ঝিনুক,
তুমি কি পার না রাজ সুতাকে
ছুঁড়ে দুরে ফেলে আসতে,
তুমি কি এখনো ওকে স্বপ্নে দেখ?
ঝিনুক,
তুমি কি দানবের মত
নিষ্ঠুর পাষাণ হতে পার না,
পারনা হতে বেশ্যাবরণ, স্বপ্ন হরণকারী।
ঝিনুক,
কি লাভ বলো আপন জীবন বিপন্নতায়
যদি তোমাকে সে না চায়
বুকের ভেতরে কষ্ঠ রেখে কি লাভ?
No comments:
Post a Comment