Bartho Sopno
আমার ও একটা মন আছে
ভাললাগা একটা মানুষ,
আছে সুখ দুঃখ ভোগ করার মত
একটা কঠিন সাহস ।
মরুভুমির বালুকার মত আশা
সমুদ্্র জলাধির মত ভাষা।
আছে হিমালয়ের মত
কঠিন আতœ বিশ্বাস।
সব কিছুকে হার মানিয়ে ছিল
তোমার সেই দিনকার সেই
জগৎ ভুলানো;অপ্সরা বিজলীর
নেশা ধরানো মুচকি হাসি।
ঘয়তো তোমার হৃদয়ে
অন্য কোন মানবের অধিষ্ঠান,
তবুও দুঃখ নেই ;ভালবাসতে
দোষ কি বল?মন শোনে না,
তোমার রুপ যৌবন যেন
ম্যাগনেটের মত আর্কষন করে।
নিঝুম রাত নামে চোখে,
স্বপ্নরা এসে দোলে দেয়।
নীল গগনে চাঁদের মুচকি হাসি
তুমি আর আমি উড়ছি-উড়ছি-তো-উড়ছি
কখনও মেঘেরা ছুঁয়ে যায়
কখনও তুমি দুরে, না হয় আমি ।
তারপর চোখে রেখে
দু’টি হৃদয়ের গভীরতা মাপি।
হঠাৎ কোন হিংসুটে দৈর্ত্যরে থাবায়
ভেঙে চুরে যায় দু’জনের
তিল তিল করে গড়া আশা ।
যে বৃক্ষের শাখায় শাখায়
সবুজের সমোরাহ ছিল
দুষ্ট কালবৈশাখী তাদের
হস্তপদ দুমড়ে মুচড়ে দিল ।
স্বপ্নরা ভেঙে গেলে। নীদ নিল দুরে পাড়ি,
দক্ষিণা বাতাসে এখনো তোমার
অস্থিত্ব ; চুলের ঘ্রাণ ।
তুমি কি বাস্তবই এসেছিলে
নাকি শুধু কল্পনা?
দুরে রাতের পাখিদের মৃদু মন্দ আলো
হয়তো তোমাকে ; তোমার ঠিকানায়
পৌছাঁতে ওদের এ আয়োজন ।
সত্যিই তাই, পথ ভোলা পথিক আমি,
আমার পথে আমি আর তুমি?
তোমার পথে চলছো ।
প্রতি রাতে এমন ব্যর্থ স্বপ্নরা
কি হানা দেয় তোমার দ্বারে?
নাকি শুধু আমিই ব্যর্থতার
দ্বারপ্রান্তে; তোমার অপেক্ষায়?
No comments:
Post a Comment